আজকাল ওয়েবডেস্ক: পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল ১২০ বছর আগে। ফের একবার তার দেখা মিলল। এবার সে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। কেমন এমনটা হল জানতে চান বিজ্ঞানীরা।
অমিটেলেমি কটনটেল ব়্যাবিট বা এককথায় বলতে পারেন খরগোশ। বিগত ১২০ বছর আগে এরা হারিয়ে গিয়েছিল পৃথিবী থেকে। সেইসময় এরা পৃথিবীতে নিজেদের বাঁচিয়ে রাখতে পারেনি। তবে এবার ফের একবার এদের দেখা মিলল। অবাক করা এই খবরটি সামনে আসার পর থেকেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে।
মেক্সিকোর একটি জঙ্গল থেকে এদের ফের দেখা গিয়েছে। এরা সাধারণ খরগোশের তুলনায় অনেকটাই বড়। সেই হিসেবে এদের শক্তিও অনেকটাই বেশি। তবে কীভাবে এতগুলি বছর পর এদেরকে ফের একবার দেখা গেল তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন বিশেষজ্ঞরা।
পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই খরগোশদের জুড়ি ছিল না। সেইসময় এরা আকারে ছিল অনেকটাই ছোটো। তবে সেখান থেকে ফের একবার এরা ফিরে এল কিন্তু আকারে অনেকটা বড় হয়ে। তাহলে বিবর্তনের কোন নীতি মানছে পৃথিবী সেটা জানতে গিয়েই এবার হিমসিম খাচ্ছেন গবেষকরা। তারা মনে করছেন পৃথিবী থেকে হারিয়ে যাওয়া প্রাণীরা ফেরত আসার মানে হল নতুন করে ফের তৈরি হচ্ছে বিবর্তনের খেলা। সেখানে কখন কোথা থেকে কোন বিরাট প্রাণী সামনে আসবে সেকথা কেউ বলতে পারছেন না।
এই বিরল প্রজাতির খরগোশরা স্বভাবে শান্ত বলেই এদেরকে অতি সহজে শিকার করা যায়। সাপ, পেঁচা, হায়না সহ জঙ্গলের অনেক প্রাণীর খাদ্য হতে হতে এরা বিলীন হয়ে গিয়েছিল। তবে সেখান থেকে ফের এদের দেখা মেলার অর্থ হল নতুন কোনও বিপদ হয়তো সামনে চলে এসেছে।
বিবর্তনের নিয়ম অনুসারে দেখা যায় যখনই পৃথিবীতে বহু যুগ আগের প্রাণীরা ফিরে এসেছে তাদের ক্ষমতা ক্রমেই বেড়েছে। তেমন রহস্য কী এবারেও রয়েছে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যদি এটাই প্রকৃতির ইচ্ছা হয় তাহলে পৃথিবীতে ফের দেখা মিলতে পারে ডাইনোদেরও।
